ঢাকায় ১০ম শ্রেণির ছাত্রীকে গলা কেটে হত্যা
ঢাকার দক্ষিণ বনশ্রীতে নিজ বাসায় ফাতেমা আক্তার লিলি (১৫) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে বঁটি দিয়ে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে সাড়ে ৩টার মধ্যে প্রধান সড়কের ‘প্রীতম ভিলা’র একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে।
নিহত লিলি স্থানীয় রেডিয়েন্ট স্কুলের শিক্ষার্থী এবং হবিগঞ্জ জেলার লাখাই থানার সজীব মিয়ার মেয়ে। পরিবারের সঙ্গে সে ওই বাসায় ভাড়া থাকত।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ফরাজী হাসপাতাল থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত এবং রশি প্যাঁচানো ছিল। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে এবং অপরাধীকে শনাক্তের চেষ্টা চলছে।
নিহতের বড় বোন শোভার ভাষ্যমতে, জমি সংক্রান্ত কাজে তাদের বাবা-মা গত বুধবার গ্রামে গেছেন। তাদের একটি হোটেলের ব্যবসা আছে। গত বৃহস্পতিবার রাতে হোটেলের কর্মচারী মিলন খাবার নিতে বাসায় এলে লিলি তার সঙ্গে কিছুটা খারাপ ব্যবহার করেছিল। আজ দুপুরের দিকেও মিলন ওই বাসায় গিয়েছিলেন। লিলি বাসায় একা থাকা অবস্থায় এই হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।
শোভা জানান, দুপুর দেড়টার দিকে তিনি জিমনেসিয়ামে যান। ফিরে এসে দেখেন ঘরের দরজা খোলা এবং ভেতরে সবকিছু এলোমেলো। পরে বড় একটি পাতিলের নিচে লিলির কুঁকড়ানো মরদেহ পড়ে থাকতে দেখেন। এই ঘটনায় হোটেলের কর্মচারী মিলনের ওপরই পরিবারের প্রবল সন্দেহ রয়েছে। লিলিকে হাসপাতালে নেওয়ার সময় বাড়ির মালিক বা অন্য কেউ এগিয়ে আসেনি বলেও ক্ষোভ প্রকাশ করেন নিহতের স্বজনরা।

একটি মন্তব্য পোস্ট করুন
💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।