{getBlock} $results={3} $label={ফিচার} $type={headermagazine}

ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্পে নিহত ৬০, উদ্ধার তৎপরতা চলছে

প্রকাশঃ
অ+ অ-
✅ Link copied to clipboard!


ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সেবু দ্বীপে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। ধসে পড়েছে বহু ভবন, ভেঙে গেছে সড়ক ও বিদ্যুৎ লাইন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটে বোগো শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। প্রায় ৯০ হাজার মানুষের শহরটিতে চার শিশুসহ নয়জন নিহত হয়েছেন। বিভিন্ন এলাকায় আরও প্রাণহানির খবর পাওয়া গেছে।

উদ্ধারকর্মীরা জানান, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন। একাধিক পরাঘাত এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে

একটি মন্তব্য করুন

💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন