{getBlock} $results={3} $label={ফিচার} $type={headermagazine}

নির্বাচন বানচালের ষড়যন্ত্রে বড় শক্তি কাজ করবে: প্রধান উপদেষ্টা

প্রকাশঃ
অ+ অ-
✅ Link copied to clipboard!
নির্বাচন বানচালের ষড়যন্ত্রে বড় শক্তি কাজ করবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সতর্ক করে বলেছেন, আগামী জাতীয় নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর এবং বাইরে বড় শক্তি সক্রিয় হতে পারে। তিনি বলেন, ছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা হবে এবং হঠাৎ আক্রমণও আসতে পারে।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য গণমাধ্যমের কাছে তুলে ধরেন তার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, প্রধান উপদেষ্টা এ নির্বাচনকে ‘চ্যালেঞ্জিং’ আখ্যা দিয়ে বলেছেন, যত ঝড়ঝাপটা আসুক, তা অতিক্রম করেই নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে।

প্রধান উপদেষ্টা সতর্ক করেন, নির্বাচনের আগে ও চলাকালে পরিকল্পিতভাবে ভুয়া তথ্য ছড়ানো হবে।

তিনি বলেন—

“এআই ব্যবহার করে ছবি-ভিডিও তৈরি করে অপপ্রচার চালানো হবে। অপপ্রচার তৈরি হওয়া মাত্রই সেটি ঠেকাতে হবে, যেন ছড়াতে না পারে।”

নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করতে ভোটারদের কাছে পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা।

ভোটের নিয়মকানুন ও সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় সচেতনতামূলক কার্যক্রম বাড়াতে ইসি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়কে আরও বেশি সংখ্যক টিভিসি, ডকুমেন্টারি এবং ভিডিও তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগে ভোটারদের আস্থা বাড়বে এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সম্ভব হবে।

একটি মন্তব্য করুন

💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন