{getBlock} $results={3} $label={ফিচার} $type={headermagazine}

চট্টগ্রাম সিইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড, সেনা-নৌবাহিনীর যৌথ অভিযান

প্রকাশঃ
অ+ অ-
✅ Link copied to clipboard!

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে শুরু হওয়া আগুন ৪ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি

এ অবস্থায় ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনীর চারটি ইউনিটসেনাবাহিনীর একটি দল আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বলে জানিয়েছে আইএসপিআর

আগুন লাগে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং জিহং মেডিকেল কোম্পানির গুদামে
অ্যাডামস কারখানায় তোয়ালে ও ক্যাপ তৈরি হয়, আর জিহং মেডিকেল সার্জিকেল গাউন উৎপাদন করে।

৭ তলাবিশিষ্ট ভবনটিতে পাঁচ শতাধিক শ্রমিক কাজ করেন বলে জানা গেছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট বিকেল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় বিকেল সাড়ে ৪টার দিকে নৌবাহিনীর ৪টি ইউনিট যোগ দেয়।
পরে সেনাবাহিনীর একটি দলও আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে সহায়তা শুরু করে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুনটি ভবনের ৫ম, ৬ষ্ঠ ও ৭ম তলায় ছড়িয়ে পড়েছে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি
এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামির হোসেন বলেন,

“ইপিজেডের ভেতরে একটি কারখানায় আগুন লেগেছে। সেখানে মেডিকেল একসেসরিজ তৈরি হতো। বিস্তারিত পরে জানানো যাবে।”


📸 সংক্ষিপ্ত তথ্য এক নজরে

  • 📍 স্থান: সিইপিজেড, চট্টগ্রাম
  • 🔥 কারখানা: অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল ও জিহং মেডিকেল কোম্পানি
  • 🕒 সময়: বৃহস্পতিবার দুপুর ২টা থেকে
  • 🚒 অংশগ্রহণ: ফায়ার সার্ভিস ১৭ ইউনিট, নৌবাহিনী ৪ ইউনিট, সেনাবাহিনী ১ দল
  • ⚠️ ক্ষয়ক্ষতি: তদন্তাধীন
  • 🩸 হতাহত: এখনো কোনো তথ্য নেই

একটি মন্তব্য করুন

💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন