{getBlock} $results={3} $label={ফিচার} $type={headermagazine}

২ বছর লড়াইয়ের পরও কতটা শক্তিশালী হামাস

প্রকাশঃ
অ+ অ-
✅ Link copied to clipboard!

গাজায় ধ্বংসযজ্ঞের মধ্যেও সংগঠন টিকে আছে, বলছেন বিশেষজ্ঞরা ২০২৩ সালের ৭ অক্টোবর, ইসরায়েলের একটি অনুষ্ঠানে হামলা চালায় ফিলিস্তিনি সংগঠন হামাস। সেই ঘটনার পর থেকেই ইসরায়েল গাজা উপত্যকায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে। দুই বছর পেরিয়ে গেলেও এই যুদ্ধের আগুন এখনও নিভেনি।

গত দুই বছরে গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উত্তর, দক্ষিণ ও গাজা সিটিতে ইসরায়েলের টানা হামলায় হাসপাতাল, বিদ্যালয় ও আশ্রয়কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের দাবি—হামাসের প্রথম সারির অধিকাংশ নেতা নিহত।

তবে হামাস পুরোপুরি ধ্বংস হয়েছে, এমনটা মনে করছেন না বিশেষজ্ঞরা।

জার্মানি, যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নসহ বহু দেশ হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। তবুও সংগঠনটি এখনো গাজা অঞ্চলে প্রভাব বিস্তার করে আছে, এমন ইঙ্গিত মিলছে একাধিক প্রতিবেদনে।

কিংস কলেজ লন্ডনের ওয়ার স্টাডিজ বিভাগের অধ্যাপক মারিনা মিরন বলেন,

“হামাস প্রচুর ক্ষতির মধ্য দিয়ে গেছে, কিন্তু সংগঠনটির পুনর্গঠনের ক্ষমতা এখনো আছে। গাজায় তাদের প্রভাব অস্বীকার করা যাবে না।”

২০২৩ সালের আক্রমণের সময় হামাসের যোদ্ধা ছিল আনুমানিক ২৫ থেকে ৩০ হাজার। ইসরায়েল দাবি করেছে, গত দুই বছরে ১৭ থেকে ২৩ হাজার হামাস যোদ্ধা নিহত হয়েছে। তবে এই সংখ্যার সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা।

স্বাধীন বিশ্লেষকদের মতে, হামাসের নিহত যোদ্ধার সংখ্যা বাস্তবে আট থেকে সাড়ে আট হাজারের মধ্যে হতে পারে।

অন্যদিকে, ইসরায়েলের একাধিক সংবাদমাধ্যম দাবি করছে, মে ২০২৫ পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর নথিতে ৮,৯০০ নিহত হামাস যোদ্ধার নাম রয়েছে।

তবে যুদ্ধের সবচেয়ে করুণ দিক হলো, গাজার মোট নিহতের প্রায় ৮০ শতাংশই বেসামরিক মানুষ—যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। গাজায় এখন পর্যন্ত ৬৬ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্র জানায়।

রয়টার্সের একটি বিশ্লেষণ অনুযায়ী, গত দুই বছরে হামাস অন্তত ১০ থেকে ১৫ হাজার নতুন যোদ্ধা নিয়োগ করেছে। ফলে সংগঠনটি পুরোপুরি ভেঙে পড়েছে, এমনটি বলা কঠিন।

বিশেষজ্ঞদের মতে, হামাসের নেতৃত্ব দুর্বল হলেও কাঠামো টিকে আছে, এবং সংগঠনটি সুযোগ পেলেই আবার সংঘবদ্ধ হয়ে উঠতে পারে।

তবে ইসরায়েলের সামরিক ও প্রযুক্তিগত শক্তির সামনে হামাসের অস্ত্রভাণ্ডার অনেক দুর্বল—এ বিষয়ে সবাই একমত।

একটি মন্তব্য করুন

💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন