{getBlock} $results={3} $label={ফিচার} $type={headermagazine}

প্রবাসীদের ভোটাধিকারে অনলাইন পদ্ধতির দাবি, পোস্টাল ব্যালট যথেষ্ট নয়

প্রকাশঃ
অ+ অ-
✅ Link copied to clipboard!
‘পোস্টাল ব্যালট’ যথেষ্ট নয়, অনলাইন ভোট দেওয়ার দাবি প্রবাসীদের
‘পোস্টাল ব্যালট’ যথেষ্ট নয়, অনলাইন ভোট দেওয়ার দাবি প্রবাসীদের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সাইডলাইনে নিউইয়র্কে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ: শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি আয়োজন করে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি)।

সভায় প্রবাসী নেতৃত্ব ও বিশেষজ্ঞরা দেশের ইতিবাচক ভাবমূর্তি বিশ্বে তুলে ধরার পাশাপাশি প্রবাসীদের ভোটাধিকারের কার্যকর পদ্ধতির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তারা বলেন, শুধু পোস্টাল ব্যালট যথেষ্ট নয়, অনলাইন ভোট বা আগাম ভোটের মতো আরও কার্যকর পদ্ধতি চালু করা উচিত।

এছাড়া আলোচকরা প্রবাসীদের অর্থনৈতিক অবদান, রেমিট্যান্স ও ব্যবসা-বাণিজ্যে সুযোগ বৃদ্ধির তাগিদ দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ূন কবির বলেন, “সরকার গঠন করলে বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ডিং করতে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। আর কোনো গোলামি চলবে না।”

সেমিনার সভাপতি এম এস সেকিল চৌধুরী বলেন, এনআরবি সেন্টারের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পজিটিভ ইমেজ বহির্বিশ্বে তুলে ধরা এবং প্রবাসীদের ভোটাধিকারের সকল অস্পষ্টতা দূর করা। সভায় অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, পুলিশ কর্মকর্তা ও কমিউনিটির নেতারা অংশ নেন।

একটি মন্তব্য করুন

💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন