{getBlock} $results={3} $label={ফিচার} $type={headermagazine}

‘অতি জরুরি’ বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

প্রকাশঃ
অ+ অ-
✅ Link copied to clipboard!
‘অতি জরুরি’ বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘অতি জরুরি’ বৈঠক ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে জাতীয় ঐকমত্য কমিশনের একটি সূত্র।

সূত্র জানায়, জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া ও পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা দেখা দিয়েছে। এর ফলেই সনদ স্বাক্ষর এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি জাতীয় ঐকমত্য কমিশনেরও প্রধান।

কমিশনের সহসভাপতি আলী রীয়াজ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে,

“সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে অতি জরুরি বৈঠকে মিলিত হবে।”

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে,

“বৈঠকে অংশ নিতে প্রতিটি দলকে দুজন প্রতিনিধির নাম বিকেল ৪টার মধ্যে কমিশনের কাছে পাঠাতে হবে। নির্ধারিত সময়ে পাওয়া প্রতিনিধিরাই কেবল বৈঠকে অংশ নিতে পারবেন।”

‘জুলাই জাতীয় সনদ’ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসন ও অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ তৈরির অংশ হিসেবে গৃহীত একটি প্রস্তাব। তবে এর বাস্তবায়ন ঘিরে অংশীজনদের অবস্থান এখনো একমত নয়।

একটি মন্তব্য করুন

💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন