{getBlock} $results={3} $label={ফিচার} $type={headermagazine}

মালয়েশিয়ায় ‘মিনি পাকিস্তান’ এলাকায় বিশেষ অভিযান: বাংলাদেশিসহ ১৯৬ বিদেশি আটক

প্রকাশঃ
অ+ অ-
✅ Link copied to clipboard!

মালয়েশিয়ার কুয়ালালামপুরের ‘মিনি পাকিস্তান’ খ্যাত চৌ কিট এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে অভিযান পরিচালিত হয়।

অভিযানে ইমিগ্রেশনের পাশাপাশি ডিবিকেএল, কেপিডিএন ও রয়েল মালয়েশিয়ান পুলিশ যৌথভাবে অংশ নেন। প্রায় ৪০০ জন বিদেশি ও স্থানীয়কে তল্লাশি করে ১৯৬ জনকে আটক করা হয়। আটকরা বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, জর্ডান, নেপাল, ফিলিপাইন ও শ্রীলঙ্কার নাগরিক।

ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান, অভিযানে তিনজন স্থানীয়কেও আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অভিবাসী নিয়োগের অভিযোগ রয়েছে। আটক অভিবাসীদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ অনুযায়ী অবৈধ অবস্থান ও মেয়াদোত্তীর্ণ ভিসা ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের অভিযান দেশের বিভিন্ন ‘মিনি পাকিস্তান’-এর মতো এলাকায় নজরদারি ও বৈধতা নিশ্চিত করার অংশ। জনগণকেও অবৈধ অভিবাসন সংক্রান্ত তথ্য দেয়ার জন্য আহ্বান জানান।

একটি মন্তব্য করুন

💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন