{getBlock} $results={3} $label={ফিচার} $type={headermagazine}

মতলব উত্তরের জলাবদ্ধতা ও বন্ধ খাল পরিদর্শনে ইউএনও

প্রকাশঃ
অ+ অ-
✅ Link copied to clipboard!

বিগত কয়েক দিনের প্রবল বর্ষণে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। খাল দখল ও ভরাট, ময়লা-আবর্জনায় খালগুলো ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি সড়তে পারছে না জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

মতলব উত্তরের জলাবদ্ধতা ও বন্ধ খাল পরিদর্শনে ইউএনও


মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান সোমবার (৯ আগষ্ট) ঘনিয়ার পাড়, ঠাকুরচর, ছেংগারচর, বালুরচর, কলাকান্দা, হানিরপাড়, মিলারচর, পাঁচআনী, মাথাভাঙ্গা, নেদামদি, নাউরী’সহ বিভিন্ন এলাকার বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতা সরেজমিনে ঘুরে দেখেন। তিনি পানি নিস্কাশন বন্ধ হয়ে আছে এমন খালগুলো ঘুরে দেখেন। তার মধ্যে ছেংগারচর বাজার এলাকার পাউবো’র খালটি দেখে তিনি অবাক হয়ে যান।

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান পরিদর্শনকালে কৃষকদের সাথে কথা বলেন এবং সমস্যা সমাধানের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন বলে জানান।

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, কয়েকদিনের ভারি বর্ষণে সেচ প্রকল্পের ভিতর জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমি বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। ফসলি জমি, মৎস্য খামার, রাস্তা, বাড়ি তলিয়ে আছে। নিষ্কাশন খাল গুলোতে বিভিন্ন স্থান দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি ও সংস্কার না করায় বৃষ্টির পানি সড়তে পারছে না। আমি পাউবো’র নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। পাউবোর কর্তৃপক্ষ পানি নিষ্কাশন খালগুলো দখলমুক্ত ও সংস্কারের ব্যবস্থা নেন। পাম্পের মাধ্যমে পানি দ্রæত নিষ্কাশনের ব্যবস্থা করেন।

2 মন্তব্য

💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন