{getBlock} $results={3} $label={ফিচার} $type={headermagazine}

বলিউড সিনেমায় যাত্রা শুরু কল্যাণীর

প্রকাশঃ
অ+ অ-
✅ Link copied to clipboard!
বলিউড সিনেমায় যাত্রা শুরু কল্যাণীর


দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ কল্যাণী প্রিয়দর্শন এবার পা রাখতে চলেছেন বলিউডের রুপালি পর্দায়। প্রখ্যাত নির্মাতা প্রিয়দর্শনের কন্যা হিসেবে পরিচিতি থাকলেও নিজ অভিনয় দক্ষতা দিয়েই তিনি ভারতের চলচ্চিত্র জগতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

ভারতীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, রণবীর সিং অভিনীত আসন্ন রহস্য-রোমাঞ্চ ঘরানার ছবি ‘প্রলয়’ দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক হচ্ছে কল্যাণীর। নতুন বছরের ছুটি কাটিয়ে দেশে ফিরেই ছবিটির শুটিং শুরু করবেন রণবীর। গুঞ্জন রয়েছে, এই ছবিতে রণবীরের সঙ্গে আলিয়া ভাটও থাকতে পারেন, তবে কল্যাণীর উপস্থিতির বিষয়টি এখন টক অফ দ্য টাউন।

অভিনয়ের পাশাপাশি শিক্ষাজীবনেও কল্যাণী বেশ সমৃদ্ধ। কেরালায় স্কুলজীবন শেষে নিউইয়র্কের পারসনস স্কুল অব ডিজাইন থেকে আর্কিটেকচারাল ডিজাইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন তিনি। নিউইয়র্কে থাকাকালীন থিয়েটারে ইন্টার্নশিপ এবং পরবর্তীতে পন্ডিচেরির আদিশক্তি থিয়েটারে নাট্যশিক্ষা গ্রহণ করেন।

কল্যাণীর চলচ্চিত্র যাত্রা শুরু হয়েছিল ক্যামেরার পেছনে। ২০১৩ সালে বলিউডের ‘কৃষ থ্রি’ ছবিতে সহকারী ডিজাইনার হিসেবে কাজ করেছিলেন তিনি। এরপর দক্ষিণী ছবিতে সহকারী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে তেলেগু সিনেমা ‘হ্যালো’ দিয়ে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করলেও ২০২২ সালের মালয়ালম ছবি ‘হৃদায়ম’ তাঁকে আকাশচুম্বী জনপ্রিয়তা এনে দেয়। গত বছর ‘লোকাহ : চ্যাপ্টার ওয়ান চন্দ্রা’ ছবিতেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।

দক্ষিণী সিনেমার নিয়মিত এই অভিনেত্রীর ভক্ত সংখ্যা বাংলাদেশেও নেহায়েত কম নয়। সব মিলিয়ে বলিউডের বড় ক্যানভাসে কল্যাণীর এই নতুন অধ্যায় দেখার অপেক্ষায় আছেন সিনেপ্রেমীরা।

একটি মন্তব্য করুন

💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন