{getBlock} $results={3} $label={ফিচার} $type={headermagazine}

আমি কোনো পার্টিতে যাই না: নোরা ফাতেহি

প্রকাশঃ
অ+ অ-
✅ Link copied to clipboard!
আমি কোনো পার্টিতে যাই না: নোরা ফাতেহি


মুম্বাইয়ের এক মাদক কারবারির আয়োজিত রেভ পার্টিতে দাউদ ইব্রাহিমের ভাতিজার সঙ্গে অভিনেত্রী নোরা ফাতেহির নাম জড়িয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে অভিযোগ ছড়িয়েছে, সেটি নিয়ে অবশেষে মুখ খুলেছেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশিত এক বিবৃতিতে নোরা এসব অভিযোগকে “মিথ্যা, ভিত্তিহীন এবং সম্পূর্ণ মনগড়া” বলে কঠোর ভাষায় নাকচ করেন।

নোরা বলেন, তার ব্যস্ততার কারণে পার্টি বা এমন কোনো অনুষ্ঠানে যাওয়ার সুযোগই নেই। তিনি লেখেন—

“আমি কোনো পার্টিতে যাই না। সারাক্ষণ ফ্লাইটে থাকতে হয়, কাজ করতে হয়। ব্যক্তিগত জীবনের জন্য সময়ই পাই না। ছুটি পেলে বাড়িতে থাকি, দুবাইয়ের বিচে যাই অথবা স্কুলজীবনের বন্ধুদের সঙ্গে সময় কাটাই।”

তিনি আরও বলেন, তার জীবন শুধুই কাজ, পরিশ্রম আর স্বপ্নপূরণের চেষ্টা— তাই অপরিচিত বা অপরাধী কোনো গোষ্ঠীর সঙ্গে তার যোগাযোগ থাকার বিষয়টি “অবাস্তব ও হাস্যকর”।

গুজব ছড়ানোর কারণে ক্ষোভ প্রকাশ করে নোরা লিখেছেন— “কিছু হলেই আমার নাম জড়িয়ে দেওয়া হয়। মনে হয় আমি-ই সবার সহজ লক্ষ্য। কিন্তু আর তা হতে দেব না। আগে মিথ্যার মাধ্যমে আমাকে মানসিকভাবে ভাঙার চেষ্টা হয়েছিল— তখনও পারেননি।”

তার দাবি, ক্লিকবেইট তৈরি এবং সাড়া জাগানোর উদ্দেশ্যেই বারবার তার নাম ব্যবহার করা হচ্ছে, যা তার কাজের জায়গা ও ব্যক্তিজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।

বিবৃতির শেষে নোরা স্পষ্টভাবে অনুরোধ করেন— “আমার সঙ্গে সম্পর্ক নেই এমন কোনো ঘটনায় আমার নাম বা ছবি টেনে আনবেন না। এর জন্য বড় মূল্য দিতে হবে।”

সম্প্রতি কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়— নোরা ফাতেহি, শ্রদ্ধা কাপুরসহ কয়েকজন বলিউড তারকা মুম্বাইয়ে আটক মাদক কারবারি মোহাম্মদ সলিম মোহাম্মদ সুহেলের আয়োজিত এক রেভ পার্টিতে অংশ নিয়েছিলেন, যেখানে দাউদ ইব্রাহিমের ভাতিজা আলিশাহ পারকারও নাকি উপস্থিত ছিলেন।

গত মাসে দুবাই থেকে ফিরিয়ে আনা সুহেল বর্তমানে মুম্বাই পুলিশের অ্যান্টি-নারকোটিকস সেলের গাটকোপার ইউনিটের হেফাজতে আছেন। তার জবানবন্দিতে কয়েকজন সেলিব্রেটির নাম উঠে আসায় শোনা যাচ্ছে, তদন্তের স্বার্থে বলিউডের কয়েকজন তারকাকে ভবিষ্যতে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

নোরার কঠোর প্রতিবাদের পর এখন বলিউডে নতুন প্রশ্ন উঠেছে— অভিযোগগুলো সত্যের ভিত্তিতে কি না, নাকি তারকাদের নাম টেনে ইচ্ছাকৃতভাবে নতুন বিতর্ক তৈরি করা হচ্ছে।

একটি মন্তব্য করুন

💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন