ভাইরাল হওয়া সেই ছিনতাইয়ের হোতা সেনা অভিযানে গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছিনতাইয়ের মূল হোতা ও তার ৩ সহযোগীকে সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার করেছে বসিলা আর্মি ক্যাম্পের সদস্যরা।
শনিবার (৮ নভেম্বর) রাতের অভিযানেই আটকের তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। কমিশন করা ওই ভিডিওতে ছিনতাইয়ের দৃশ্য ধরা পড়ে; ভিডিওটি ৬ সেপ্টেম্বরের একটি নৃশংস ছিনতাইয়ের কেটে নেওয়া অংশ দেখায়, যা পরে দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটির সূত্র ধরে সম্ভাব্য ছিনতাইকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা করে সেনাবাহিনী।
বসিলা আর্মি ক্যাম্প সূত্র জানিয়েছে, গতকাল রাতে মূল অভিযুক্ত শাওন (১৯) পুনরায় ঢাকায় ফেরার তথ্য পেয়ে তৎক্ষণাত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার সঙ্গে থাকা মোহিম আহমেদ (২৪), জুয়েল (২৫) ও আশিব (২৪)-কেও আটক করা হয়। জিজ্ঞাসাবাদে শাওন স্বীকার করেছে যে সে ভাইরাল ভিডিওতে থাকা ছিনতাইকারীই এবং সঙ্গে থাকা দেশীয় এক অস্ত্রও সে তৎপরতায় ব্যবহার করেছিল; পরে সেই অস্ত্র সেনা টহলদলের কাছে হস্তান্তর করেছে বলে বলা হয়েছে।
আটককৃত চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্থান্তর করা হয়েছে।
৪৬তম স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক দায়িত্বরত কর্মকর্তা বলেন, “মোহাম্মদপুর এলাকায় কেউ অপরাধ করলে সে আজ হোক বা কাল হোক ধরা পড়বে — আইনের আওতায় আনাই হবে। ইতিপূর্বে ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমে অভিযুক্তদের বেশিরভাগই আমাদের বা পুলিশের/র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। যারা পালিয়ে আছে, তাদেরও অবশ্যই খুঁজে বের করে গ্রেপ্তার করা হবে।”

একটি মন্তব্য পোস্ট করুন
💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।