{getBlock} $results={3} $label={ফিচার} $type={headermagazine}

বুড়িগঙ্গায় নৌকাডুবি: জবির ১৫ শিক্ষার্থী অক্ষত অবস্থায় উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-
✅ Link copied to clipboard!
বুড়িগঙ্গায় নৌকাডুবি: জবির ১৫ শিক্ষার্থী অক্ষত অবস্থায় উদ্ধার

ঢাকার বুড়িগঙ্গা নদীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৫ শিক্ষার্থীকে নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে।

তবে সৌভাগ্যক্রমে সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বুড়িগঙ্গার লালকুঠি ঘাট এলাকায়।

জানা গেছে, জবির পদার্থ বিজ্ঞান বিভাগের ১৮তম ব্যাচের প্রায় ১৫ জন শিক্ষার্থী বিনোদনের জন্য নৌকা ভ্রমণে বের হন। ওই সময় একটি লঞ্চ তাদের নৌকায় ধাক্কা দিলে সেটি উল্টে যায়।

লঞ্চের ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা দ্রুত নদীতে ঝাঁপ দেন, পরে স্থানীয়দের সহায়তায় সবাইকে উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান চালানো হয় এবং সকল শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, “ঘটনাস্থলে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে এবং শিক্ষার্থীদের কেউ গুরুতর আহত হয়নি।”

একটি মন্তব্য করুন

💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন