{getBlock} $results={3} $label={ফিচার} $type={headermagazine}

প্রেমিকার সঙ্গে ঘরে ঘনিষ্ঠ স্বামী, বাইরে থেকে দরজা আটকে দিলেন স্ত্রী

প্রেমিকার সঙ্গে ঘরে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়েন তিনি, আর বাইরে থেকে দরজা আটকে দেন তার স্ত্রী।
প্রকাশঃ
অ+ অ-
✅ Link copied to clipboard!
প্রেমিকার সঙ্গে ঘরে ঘনিষ্ঠ স্বামী, বাইরে থেকে দরজা আটকে দিলেন স্ত্রী

ভারতের ঝাড়খণ্ডে এক সরকারি কর্মকর্তার অনৈতিক সম্পর্ক ফাঁস হয়ে গেছে অবিশ্বাস্য এক ঘটনার মাধ্যমে। প্রেমিকার সঙ্গে ঘরে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়েন তিনি, আর বাইরে থেকে দরজা আটকে দেন তার স্ত্রী।

ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গাড়োয়া জেলার মাঝিয়াওয়ানে, সরকারি বাসভবনে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিযুক্ত কর্মকর্তা প্রমোদ কুমার, যিনি পেশায় একজন সার্কেল অফিসার

গত শনিবার স্ত্রীর অনুপস্থিতির সুযোগে তিনি নিজের সরকারি বাসভবনে প্রেমিকাকে ডেকে আনেন। কিছুক্ষণ পরেই হঠাৎ বাসায় উপস্থিত হন স্ত্রী শ্যামা রানি। ঘরে ঢুকেই তিনি তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন।

রাগে ক্ষোভে তিনি বাইরে থেকে ঘরের দরজা আটকে দেন এবং প্রমোদ ও তার প্রেমিকাকে ভেতরে বন্দি করে রাখেন। প্রমোদ কুমার বারবার দরজা খুলে দেওয়ার অনুরোধ ও চিৎকার করলেও স্ত্রী কোনো সাড়া দেননি।

পরবর্তীতে শব্দ শুনে স্থানীয়রা জড়ো হন, পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তখন পালানোর চেষ্টা করেন প্রমোদ কুমার, কিন্তু ছাদ থেকে লাফ দিতে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে, পুলিশ প্রেমিকাকে আটক করে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।

কেউ কেউ স্ত্রীকে ‘সাহসী নারী’ হিসেবে প্রশংসা করেছেন, আবার অনেকে সরকারি কর্মকর্তার নৈতিকতা ও দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছেন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

একটি মন্তব্য করুন

💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন