সালমান শাহ আমাকে ছোট বোনের মতোই দেখতেন: শাবনূর
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূর আবারও আলোচনায় এসেছেন প্রয়াত নায়ক সালমান শাহ-কে ঘিরে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান শাহ ও শাবনূরকে নিয়ে নানা গুজব ও মনগড়া তথ্য ছড়িয়ে পড়ায় মুখ খুলেছেন এই নন্দিত অভিনেত্রী।
ফেসবুকে এক পোস্টে শাবনূর সতর্ক করে বলেন, “দয়া করে ভিত্তিহীন ও মনগড়া অপতথ্য ছড়াবেন না।” পাশাপাশি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানান, সালমান শাহের সঙ্গে তার কোনো ‘বিশেষ সম্পর্ক’ ছিল না; বরং তিনি তাকে ছোট বোনের মতোই স্নেহ করতেন।
শাবনূরের ভাষায়—
“সালমান ভাই আমাকে ‘পিচ্চি’ বলে ডাকতেন। তার পরিবারও আমাকে মেয়ের মতোই ভালোবাসতেন। আমাদের মধ্যে ছিল নিখাদ বন্ধুত্ব। নাচে তিনি একটু দুর্বল ছিলেন, তাই কখনও কখনও আমাকে নাচ দেখাতে হতো, কিন্তু সম্পর্কটা সবসময় ভাই-বোনের মতোই ছিল।”
নায়িকা আরও জানান, সালমান শাহের স্ত্রী সামিরার সঙ্গেও ছিল তার দারুণ সম্পর্ক।
তিনি বলেন, “শুটিংয়ের সময় সামিরা আপু নিজ হাতে আমার চুড়ি পরিয়ে দিতেন, পোশাক ঠিক করে দিতেন, এমনকি কানের দুলও পছন্দ করে দিতেন। আমরা সত্যিই অনেক সুন্দর সময় কাটিয়েছি।”
সালমান শাহের মৃত্যুর খবর শোনার সময়ের স্মৃতি এখনও তাকে নাড়া দেয়। শাবনূর বলেন, “খবরটা শুনে প্রথমে বিশ্বাসই করতে পারিনি। পরে নিশ্চিত হয়ে পুরোপুরি ভেঙে পড়েছিলাম। এফডিসিতে গিয়ে তাকে শেষবার দেখি।”
অভিনয়ে ফিরে আসা নিয়েও আশাবাদী এই অভিনেত্রী। তিনি জানান,
“অনেক নির্মাতা আমার কাছে গল্প নিয়ে এসেছেন। কিছু গল্প সত্যিই অসাধারণ। তাই আবার অভিনয়ে ফিরতে চাই। আমি বিশ্বাস করি, শিল্পীদের বয়স দিয়ে নয়, গল্প আর চরিত্র দিয়েই মূল্যায়ন করা উচিত।”

একটি মন্তব্য পোস্ট করুন
💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।