{getBlock} $results={3} $label={ফিচার} $type={headermagazine}

পাকিস্তানে আত্মঘাতী হামলা: নিহত অন্তত ১০, আহত ৩২

প্রকাশঃ
অ+ অ-
✅ Link copied to clipboard!


পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩২ জন।

মঙ্গলবার বিকেলে এফসি সদর দফতরের কাছে ব্যস্ত সড়কে এ বিস্ফোরণ ঘটে। ঘটনায় নিহত ও আহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ভারত-সমর্থিত সন্ত্রাসীরা পাকিস্তানের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায়।

বিস্ফোরণের পর কোয়েটার সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আহতদের চিকিৎসা দিতে চিকিৎসক, নার্স ও কর্মীদের দ্রুত হাসপাতালে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

একটি মন্তব্য করুন

💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন