‘১০০ বাচ্চার মা হয়ে ওদের দেখভাল করতে চাই’ : পরীমণি
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি সবসময়ই স্পষ্টভাষী ও ব্যতিক্রমী ভাবনায় আলোচনায় থাকেন। সমালোচকদের কথায় কান না দিয়ে নিজের মতো চলাই তার বৈশিষ্ট্য। এবারও তিনি আলোচনায় এলেন এক ব্যতিক্রমী ইচ্ছের কথা জানিয়ে।
সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে পরীমণি বলেন, “আমি এখন অনেক ভেবে চিন্তে কাজ করি, যা আগে করতাম না। সন্তান হওয়ার পর আমার জীবন অনেক বদলে গেছে। আগে কোনো সঞ্চয় ছিল না, কিন্তু এখন প্রতি মাসেই কিছু সঞ্চয় করি, যেন আমার সন্তানরা ভবিষ্যতে তা কাজে লাগাতে পারে।”
আলাপচারিতার একপর্যায়ে মজা করেই এই নায়িকা আরও বলেন, “আমি এখন পুণ্য আর প্রিয়মের মা বটে। তবে আরও ৯৮টা সন্তান নিতে চাই। মোট ১০০ বাচ্চার মা হয়ে তাদের দেখাশোনা করতে চাই। আল্লাহ যেন এত সামর্থ্য দেন, যাতে সন্তানদের মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। মা হিসেবে আমি কখনও ব্যর্থ হতে চাই না।”
পডকাস্টে নিজের শৈশবের কথাও স্মৃতিচারণ করেন পরীমণি। নাচের স্কুলে ভর্তি হওয়া, সাদিয়া ইসলাম মৌকে দেখে অনুপ্রাণিত হওয়া এবং স্কুল পালানোর অভিজ্ঞতাও উঠে আসে তার কথায়।
এছাড়া ব্যক্তিজীবনের কিছু দিক শেয়ার করতে গিয়ে তিনি জানান, বরিশালে প্রিয় নানার মৃত্যুবার্ষিকীতে প্রায় আড়াই হাজার মানুষের জন্য নিজে তদারকি করে রান্নার আয়োজন করেছিলেন।
রিল লাইফে তিনি একজন গ্ল্যামার নায়িকা হলেও বাস্তব জীবনে সংগ্রামী নারী ও মমতাময়ী মা হিসেবেই এখন ভক্তদের কাছে আলাদা জায়গা করে নিয়েছেন পরীমণি।

একটি মন্তব্য পোস্ট করুন
💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।