{getBlock} $results={3} $label={ফিচার} $type={headermagazine}

এবার মোবাইল ও সিম একত্রে ট্র্যাকিং করবে বিটিআরসি

প্রকাশঃ
অ+ অ-
✅ Link copied to clipboard!
এবার মোবাইল ও সিম একত্রে ট্র্যাকিং করবে বিটিআরসি

চোরাই ও অবৈধ মোবাইল হ্যান্ডসেট নিয়ন্ত্রণে আনতে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর)’ চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নতুন এই সিস্টেম চালু হলে দেশের নেটওয়ার্কে ব্যবহার হওয়া প্রতিটি মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের আওতায় আসবে।

বুধবার (২৯ অক্টোবর) বিটিআরসির বোর্ড রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী এ তথ্য জানান।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, এনইআইআর কার্যক্রম চালু হলে সহজেই শনাক্ত করা যাবে—কোন মোবাইল ফোন বৈধ আর কোনটি অবৈধ। এর ফলে দেশের বাজারে চোরাই ও রিফার্বিশড হ্যান্ডসেটের প্রচলন কমবে এবং স্থানীয় শিল্প সুরক্ষা পাবে।

তিনি জানান, দেশে এখনো প্রায় ৩৭-৩৮ শতাংশ ফোন সাধারণ বা নন-স্মার্টফোন। তবে ২০১৮ সাল থেকে দেশেই স্মার্টফোন উৎপাদনের ফলে স্থানীয় চাহিদার বড় অংশ পূরণ হচ্ছে। কিন্তু অবৈধ সেট আমদানি বন্ধ না হওয়ায় স্থানীয় উৎপাদনকারীরা প্রতিযোগিতায় চাপের মুখে পড়ছেন।

নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে উল্লেখ করে তিনি বলেন, একটি ফোনে নির্দিষ্ট সিমই ব্যবহার করা যাবে। অন্য সিম ঢোকালে পুনরায় নিবন্ধন ছাড়া সেটি আর চালু হবে না। কোনো ফোন চুরি গেলে বা অপরাধে ব্যবহৃত হলে সরাসরি নেটওয়ার্ক থেকেই বন্ধ করে দেওয়া সম্ভব হবে।

এ সময় সিম রেজিস্ট্রেশন নিয়ে কঠোর অবস্থানের কথা জানান তিনি। এক এনআইডিতে সর্বোচ্চ ১০টি সিম ব্যবহারের নিয়ম নিশ্চিত করা হচ্ছে। আগামী ১ নভেম্বর থেকে অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করবে অপারেটররা এবং ডিসেম্বরের মধ্যেই পুরো কার্যক্রম সম্পন্ন হবে। ভবিষ্যতে সিমের সংখ্যা আরও কমানো হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

বিটিআরসি বলছে, নতুন প্রযুক্তি চালুর মাধ্যমে টেলিযোগাযোগ নিরাপত্তা জোরদার হবে এবং অবৈধ মোবাইল বাণিজ্য নিয়ন্ত্রণে আসবে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য করুন

💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন