{getBlock} $results={3} $label={ফিচার} $type={headermagazine}

গাজামুখী নৌবহর থেকে সরে দাঁড়াল ইতালি

প্রকাশঃ
অ+ অ-
✅ Link copied to clipboard!


গাজার উদ্দেশ্যে যাত্রা করা আন্তর্জাতিক মানবিক নৌ-অভিযান ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে সরে গেছে ইতালি। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গাজার উপকূল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল দূরত্বে পৌঁছালে ইতালীয় যুদ্ধজাহাজ আর বহরের সঙ্গে থাকবে না।

বহরটিতে ৪০টিরও বেশি নৌযান এবং পাঁচ শতাধিক যাত্রী রয়েছেন। তাঁদের মধ্যে আছেন সংসদ সদস্য, আইনজীবী ও সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। সংগঠকরা জানিয়েছেন, যেকোনো পরিস্থিতিতেই গাজায় মানবিক সহায়তা পৌঁছানো তাদের লক্ষ্য।

তবে ইতালি প্রস্তাব করেছিল, ফ্লোটিলা সাইপ্রাসে থেমে সহায়তা পাঠাতে পারে। সংগঠকেরা তা প্রত্যাখ্যান করেছেন।

একটি মন্তব্য করুন

💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন