{getBlock} $results={3} $label={ফিচার} $type={headermagazine}

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশঃ
অ+ অ-
✅ Link copied to clipboard!


রাজধানীতে নিষিদ্ধ কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—

  1. সলিম পাটোয়ারী (৪০), যুবলীগ সভাপতি, ১ নং উত্তর হামছাদী ইউনিয়ন, লক্ষ্মীপুর সদর।
  2. মো. আবু সাইদ (৪২), আওয়ামী লীগ কর্মী, তুরাগ থানা।
  3. মাসুদ পারভেজ (৪৭), শ্রমিক লীগ, কমলাপুর শাখার সদস্য সচিব।
  4. মো. মাহবুব আলম (৪৮), সাধারণ সম্পাদক, যুবলীগ, বংশাল থানা।
  5. খাজা টিপু ফরহাদ ওরফে মোল্লা (৩০), সহ-সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ।
  6. মো. কামাল হোসেন মৃধা (৩৭), সাবেক সভাপতি, ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ, ঢাকা উত্তর।
  7. মো. সাগর হাসান (৩২), সদস্য, রাজশাহী জেলা ছাত্রলীগ।

ডিবি সূত্র জানায়, পৃথক অভিযানে রাজধানীর আরামবাগ, ভাটুলিয়া, মতিঝিল, নয়াবাজার মোড়, মিরপুর, দারুস সালাম ও বসিলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

একটি মন্তব্য করুন

💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন