{getBlock} $results={3} $label={ফিচার} $type={headermagazine}

পাসপোর্ট ফি সবার জন্য সমান থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশঃ
অ+ অ-
✅ Link copied to clipboard!
“ই-গেট চালু হচ্ছে এক সপ্তাহে, পাসপোর্ট ফি সবার জন্য সমান”


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এখন থেকে পাসপোর্ট ফি সবার জন্য সমান থাকবে। একই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,

“রেমিট্যান্সযোদ্ধারা দেশের অর্থনীতির বড় সহায়ক। আমরা তাদের শুধু প্রশংসা করি, কিন্তু অনেক সময় প্রাপ্য সম্মানটা দিতে পারি না। এজন্য তাদের পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।”

তবে তিনি আরও বলেন,

“এখন থেকে রেমিট্যান্সযোদ্ধাদের পাসপোর্ট ফিও সাধারণ নাগরিকদের মতো সমান রাখা হবে। ফি কতটা কমানো সম্ভব, তা বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করেই নির্ধারণ করা হবে।”

উপদেষ্টা জানান,

“আগামী এক সপ্তাহের মধ্যেই বিমানবন্দরের ই-গেট চালু করা হবে। যাদের ই-পাসপোর্ট রয়েছে, তারা পাসপোর্ট স্ক্যান করে ই-গেট দিয়েই প্রবেশ করতে পারবেন।”

তিনি আরও বলেন,

“আগামী ডিসেম্বরের মধ্যে প্রবাসীদেরও ই-পাসপোর্ট প্রদান সম্পন্ন হবে। ইতোমধ্যে ই-গেট স্থাপন শেষ হয়েছে।”

বিমানের ভাড়া কমানোর বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন,

“অবশ্যই চেষ্টা করবো। বিমান একটি কমার্শিয়াল প্রতিষ্ঠান, তবে প্রবাসীদের সেবা উন্নত করতে লাভজনক পর্যায় থেকে যতটুকু সম্ভব সুবিধা দেওয়া হবে।”

তিনি আরও যোগ করেন,

“বিমানবন্দরে আগমন ও যাত্রার সময় প্রবাসীরা যেন ভালো সার্ভিস পান, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।”

একটি মন্তব্য করুন

💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন