{getBlock} $results={3} $label={ফিচার} $type={headermagazine}

শোয়েব মালিক ইস্যুতে সমালোচনার পর ব্যাখ্যা দিলেন সানা জাভেদ

প্রকাশঃ
অ+ অ-
✅ Link copied to clipboard!
শোয়েব মালিক ইস্যুতে সমালোচনার পর ব্যাখ্যা দিলেন সানা জাভেদ

দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের রোমাঞ্চকর ফাইনালের পর পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিককে ঘিরে আলোচনায় আসেন তার স্ত্রী ও অভিনেত্রী সানা জাভেদ। ম্যাচ শেষে দেওয়া এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি লেখেন,

“যদি মালিক দলে থাকতেন, তার অভিজ্ঞতা খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও সমর্থকদের আশার আলো হতে পারত।”

তার মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়। কেউ প্রশংসা করলেও অনেকে সমালোচনা করে বলেন, সানা জাভেদ ‘কল্পনার জগতে’ বাস করছেন। এমনকি গুঞ্জন ওঠে, পোস্টটি হয়তো শোয়েব মালিক নিজেই করেছেন।

সমালোচনার পর সানা জাভেদ পরে ব্যাখ্যা দেন, তার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি বলেন,

“আমার মূল উদ্দেশ্য ছিল বোঝানো, সিনিয়র খেলোয়াড়দের অভিজ্ঞতা সবসময়ই তরুণদের মনোবল বাড়াতে সাহায্য করে। শুধু শোয়েব মালিক নয়, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান কিংবা অন্য যে কোনো অভিজ্ঞ ক্রিকেটার তরুণদের জন্য দিকনির্দেশক হয়ে উঠতে পারেন।”

উল্লেখ্য, এশিয়া কাপ ২০২৫-এর ঐতিহাসিক ফাইনালে প্রথমবার ভারত-পাকিস্তান মুখোমুখি হয়। ম্যাচে ভারত পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতে।

একটি মন্তব্য করুন

💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন