মেয়েকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় মা-বাবাকে কুপিয়ে জখম
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মেয়েকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় এক দম্পতিকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে রুবেল কসাই ও তার শ্যালক আবদুল্লাহ হোরনের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে গত ৩ অক্টোবর (শুক্রবার) রাতে রামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হামিদ মাস্টার বাড়িতে।
পরে আহত নারীর মা বিবি চানু বানু বাদী হয়ে রোববার (৫ অক্টোবর) নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলায় আবদুল্লাহ হোরনকে প্রধান আসামি করে তার ভগ্নিপতি রুবেল কসাইসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে।
আবদুল্লাহ হোরন (৪০): আবদুল মতিনের ছেলে, রামপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি।
রুবেল কসাই (৩০): কালু দরবেশের ছেলে, স্থানীয়ভাবে ‘ঘরজামাই’ হিসেবে বসবাস করেন।
এজাহারে বলা হয়েছে, রুবেল কসাই ঘরজামাই থাকার সুবাদে ভুক্তভোগীর বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন এবং এ সুযোগে আহত দম্পতির ১৯ বছর বয়সী মেয়েকে কুপ্রস্তাব দিতেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় তিনি ও তার শ্যালক হোরন পরিবারটিকে একাধিকবার হুমকি দেন।
গত শুক্রবার সন্ধ্যায় পুনরায় বিতণ্ডার একপর্যায়ে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে দম্পতিকে কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান।
অভিযুক্ত হোরন গণমাধ্যমকে বলেন, “এটি একটি সাজানো ঘটনা। ভুক্তভোগী আমার বাড়ির ভাতিজি। থানায় নয়, সরাসরি আদালতে মামলা করা থেকেই প্রমাণ হয় অভিযোগটি মিথ্যা।”

একটি মন্তব্য পোস্ট করুন
💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।