“স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে ১৭ দিন অনশন”
লক্ষ্মীপুরের কমলনগরে স্ত্রীর স্বীকৃতি পেতে টানা ১৭ দিন প্রেমিকের বাড়িতে অনশন করেছেন এক তরুণী।
অবশেষে এলাকাবাসীর হস্তক্ষেপে দেনমোহর বাবদ টাকা পেয়ে ডিভোর্সের মাধ্যমে ঘটনাটির সমাপ্তি হয়।
ঘটনাটি ঘটেছে কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের জাজিরা গ্রামের মুসা ব্যাপারীর বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট এলাকার এক তরুণীর সঙ্গে ২০২২ সালে প্রেমের সম্পর্কে জড়ান আবুল কালাম (কালু), মুসা ব্যাপারীর ছেলে।
পরে তারা গোপনে বিয়ে করেন এবং চট্টগ্রাম শহরে ভাড়া বাসায় বসবাস শুরু করেন।
তবে কিছুদিন আগে কালু গোপনে নিজ গ্রামের বাড়িতে ফিরে যান এবং তরুণীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।
এরপর তিনি আরও একটি বিয়ে করে ফেসবুকে ছবি পোস্ট করেন।
বিষয়টি জানতে পেরে তরুণী কালুর গ্রামের বাড়িতে এসে ২ অক্টোবর থেকে অনশন শুরু করেন, স্বামীর স্বীকৃতি দাবিতে।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্যরা রোববার (১৯ অক্টোবর) উভয়পক্ষকে নিয়ে আলোচনায় বসেন।
শেষ পর্যন্ত দেনমোহর বাবদ ১ লাখ ৭০ হাজার টাকায় রফা হয়।
চরফলকন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল মেম্বার বলেন—
“কালুর পরিবার থেকে ১ লাখ ৭০ হাজার টাকা তরুণীকে বুঝিয়ে দিয়েছি। এরপর তাদের মধ্যে ডিভোর্স সম্পন্ন হয়েছে।”
তিনি জানান,
“আমার কাবিনে ছিল ৩ লাখ টাকা। এর মধ্যে ১ লাখ ৭০ হাজার টাকা পেয়েছি। এখন আমি আমার বাড়ি ফটিকছড়িতে ফিরে যাচ্ছি।”
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন—
“এলাকাবাসী উভয়পক্ষকে বসিয়ে বিষয়টি সমাধান করেছে বলে আমরা জেনেছি।”

একটি মন্তব্য পোস্ট করুন
💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।