✅ Link copied to clipboard!
পিটিআইয়ের সানাম জাভেদ গ্রেপ্তার
প্রকাশঃ
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সোশ্যাল মিডিয়া টিমের সদস্য সানাম জাভেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৬ অক্টোবর) পেশাওয়ার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামাটিভি।
প্রতিবেদনে বলা হয়, গাড়ি থামিয়ে জোরপূর্বক নামিয়ে সানাম জাভেদকে আটক করা হয়।
পিটিআই নেতা শেখ ওয়াকাস আকরাম এক্সে (টুইটার) পোস্টে জানান, পেশাওয়ারের এক ব্যস্ত সড়কে দুটি গাড়ি এসে সানাম জাভেদের গাড়ির পথরোধ করে। এরপর তাকে টেনে নামিয়ে অন্য গাড়িতে তুলে নেওয়া হয়।
তিনি বলেন, ঘটনাটি প্রকাশ্য সড়কে মানুষের চোখের সামনেই ঘটে, এতে তার সহযাত্রীরা হতবাক হয়ে পড়েন।


একটি মন্তব্য পোস্ট করুন
💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।