খাদে উল্টে পর্যটকবাহী বাস, মা–মেয়ের মর্মান্তিক মৃত্যু সুনামগঞ্জে
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়েছে একটি পর্যটকবাহী বাস। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মা–মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে পাগলা বাজার–সংলগ্ন শত্রুমর্দন বাঘেরকোনা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— চাঁদপুরের দোয়ালিয়া গ্রামের আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তাদের মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের কর্মকর্তা। সপরিবারে তিনি ঢাকা থেকে সহকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সেঁজুতি ট্রাভেলসের বাসটিতে ১১ কর্মকর্তা পরিবারের ৪১ সদস্য ভ্রমণ করছিলেন। বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গেলে মা–মেয়ে নিচে চাপা পড়ে মারা যান। দুর্ঘটনার পর চালক বাস ফেলে পালিয়ে যায়।
স্থানীয়দের সহায়তায় আহতদের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত মনজুরার স্বামী আব্দুল্লাহ আল মামুন বলেন,
“চালক ঘুমিয়ে পড়েছিলেন বলেই মনে হয়। কোনো গাড়ির সাথে সংঘর্ষ হয়নি। এলোমেলোভাবে চলার পর হঠাৎ বাসটি খাদে পড়ে যায়।”
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরী জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মন্তোষ মল্লিক বলেন,
“বাসের নিচে চাপা পড়া দুইজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

একটি মন্তব্য পোস্ট করুন
💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।