পোশাক নিয়ে ফের সমালোচনার মুখে অভিনেত্রী রুনা খান
![]() |
| পোশাক নিয়ে ফের সমালোচনার মুখে অভিনেত্রী রুনা খান |
দর্শকপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী রুনা খান আবারও সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন। সম্প্রতি ‘সূর্য দেবী’ রূপে এক ফটোশুটে অংশ নিয়ে কুরুচিকর মন্তব্যের শিকার হয়েছেন তিনি।
গত ১২ সেপ্টেম্বর সোনারগাঁয়ের শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরে অনুষ্ঠিত হয় ফ্যাশন শো ‘সোনায় বোনা গল্প’। বড় সরদারবাড়ির খিলানের সামনে আয়োজিত ওই অনুষ্ঠানে রুনা খান র্যাম্পে হেঁটেছিলেন বিশেষ নকশার কর্সেট পোশাকে, যা ছিল সূর্যের প্রতীকধর্মী ডিজাইনে।
‘আমি ঢাকা’ ও ‘বি হিয়ার নাউ’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই ফ্যাশন শোর ফটোশুটের ছবি সম্প্রতি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এর কিছু ছবি রুনা নিজেও নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন।
ছবি প্রকাশের পর রুনার ফ্যাশন স্টাইল নিয়ে অনেকেই প্রশংসা করলেও, বেশ কিছু ব্যবহারকারী অশালীন ও কটাক্ষপূর্ণ মন্তব্য করেছেন। কেউ কেউ এমনও সন্দেহ প্রকাশ করেছেন যে, ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। তবে রুনা খান জানিয়েছেন— “এসব ছবি সম্পূর্ণ বাস্তব, কোনো এআই–নির্ভর নয়।”
অভিনেত্রী এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও, তার কাছের মহল জানিয়েছে— রুনা এসব নেতিবাচক মন্তব্যকে ব্যক্তিগতভাবে না নিয়ে নিজের কাজে মনোযোগী রয়েছেন।
রুনা খান এর আগে বেশ কয়েকটি ফটোশুট ও নাটকে সাহসী চরিত্রে অভিনয়ের কারণে আলোচনায় আসেন। বয়স বাড়লেও তিনি নিজের আত্মবিশ্বাস ও নতুনত্ব দিয়ে ভক্তদের চমকে দিচ্ছেন নিয়মিত।



একটি মন্তব্য পোস্ট করুন
💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।