{getBlock} $results={3} $label={ফিচার} $type={headermagazine}

রানওয়ে থেকে সাগরে ছিটকে পড়ল বিমান, নিহত ২

প্রকাশঃ
অ+ অ-
✅ Link copied to clipboard!
হংকংয়ে রানওয়ে থেকে সাগরে ছিটকে পড়ল বিমান, নিহত ২

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো বিমান ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেলে দুই বিমানবন্দর কর্মী নিহত হন।

সোমবার (২০ অক্টোবর) স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় বিমানে থাকা চারজন ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এমিরেটসের ফ্লাইট ইকেএ ৯৭৮৮, যা পরিচালনা করছিল তুরস্কভিত্তিক কার্গো এয়ারলাইন এয়ার এ সি টি, সেটি দুবাই থেকে হংকং আসার পথে দুর্ঘটনায় পড়ে।

ভোর ৩টা ৫০ মিনিটে বিমানটি উত্তর দিকের রানওয়েতে অবতরণের সময় একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খায় এবং ছিটকে সাগরে পড়ে যায়।

হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রানওয়ের পাশে থাকা একটি যানবাহন বিমানের আঘাতে চূর্ণবিচূর্ণ হয়।

তাতে থাকা দুইজন গ্রাউন্ড স্টাফকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তারা মারা যান।

অন্যদিকে বিমানের চার ক্রু সদস্য জীবিত আছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনার পর বিশ্বের অন্যতম ব্যস্ত কার্গো বিমানবন্দর হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর রানওয়ে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

তবে বাকি দুটি রানওয়ে চালু রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হংকং সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ স্থানীয় সময় সকাল ১০টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবে।

একটি মন্তব্য করুন

💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন