{getBlock} $results={3} $label={ফিচার} $type={headermagazine}

নোয়াখালীতে দিনমজুরকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ

প্রকাশঃ
অ+ অ-
✅ Link copied to clipboard!

নোয়াখালীর হাতিয়ায় চুরির অভিযোগে মোহাম্মদ জাফর (১৮) নামে এক দিনমজুরকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার প্রকল্পবাজার এলাকার প্রধান সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জাফর ওই এলাকার মোহাম্মদ জাকের হোসেনের ছেলে।

পরিবারের অভিযোগ, প্রায় ১০–১২ দিন আগে জাফর স্থানীয় বিএনপি নেতা সোহেল মাহমুদের বাড়িতে কাজ করতেন। পাঁচ দিন আগে তিনি মালিককে না জানিয়ে চলে যান এবং সঙ্গে কিছু নগদ টাকা, আলমারির চাবি ও মোবাইল চার্জার নিয়ে যান। এ ঘটনার জের ধরে শুক্রবার সন্ধ্যায় সোহেল মাহমুদসহ কয়েকজন তাকে ধরে এনে নির্যাতনের পর হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রাখে বলে দাবি করেছেন স্বজনরা।

অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা সোহেল মাহমুদ বলেন, “আমাকে রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। জাফরের বাবাকে খবর দিয়ে আনা হয়, পরে তিনিই ছেলেকে নিয়ে চলে যান। এরপর কী ঘটেছে, আমি জানি না।”

হাতিয়ার মোর্শেদ বাজার তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. লেয়াকত আলী জানান, ঘটনাটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তিনি বলেন, “শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও রশির দাগটি স্বাভাবিক আত্মহত্যার মতো নয়—এটি গোলাকার, যা সন্দেহের জন্ম দিয়েছে।”

মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

একটি মন্তব্য করুন

💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন