ইন্দোনেশিয়ায় ইসলামিক স্কুল ধসে নিহত ৪৯, আহত শতাধিক
ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি ইসলামিক বোর্ডিং স্কুলের ভবন ধসে অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে শতাধিক শিক্ষার্থী। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ১৮ জন।
রোববার দুপুরে পূর্ব জাভার সিদোয়ার্জো শহরের আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলে এই দুর্ঘটনা ঘটে। ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবিলা সংস্থা (বাসারনাস) জানিয়েছে, ধ্বংসাবশেষের ৮০ শতাংশ সরানো হয়েছে, নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে।
সংস্থার কর্মকর্তা ইউধি ব্রামান্তি জানান, ভবনের ওপরের তলায় চলমান নির্মাণকাজের কারণে মূলভিত্তি দুর্বল হয়ে পড়েছিল। ফলে মুহূর্তেই ভবনটি ধসে পড়ে শতাধিক শিক্ষার্থী ধ্বংসস্তূপে চাপা পড়ে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, স্কুলটির সঙ্গে সংলগ্ন আরেকটি ভবনও ধসে গেছে। ধর্ম মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়েছে, ইন্দোনেশিয়ায় প্রায় ৪২ হাজার ইসলামিক স্কুল রয়েছে, যার মধ্যে মাত্র ৫০টির বৈধ নির্মাণ অনুমতি আছে।
ধসে পড়া আল খোজিনি স্কুলটির নির্মাণ অনুমোদন ছিল কি না, তা এখনও জানা যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন
💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।