{getBlock} $results={3} $label={ফিচার} $type={headermagazine}

নাটোরে গৃহবধূর একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, দুইজনের মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-
✅ Link copied to clipboard!

নাটোরের লালপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন রেশমা বেগম (২৩) নামে এক গৃহবধূ। এর মধ্যে তিনজন ছেলে ও দুজন কন্যা। তবে জন্মের কয়েক ঘণ্টা পর এক ছেলে ও এক কন্যা সন্তানের মৃত্যু হয়। বর্তমানে দুই ছেলে ও এক কন্যা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তানের জন্ম দেন রেশমা। তিনি দিনমজুর আসিব হোসেন সবুজের স্ত্রী।

প্রসবের পরপরই নবজাতকদের আইসিইউতে নেওয়া হয়। রাতেই দুই শিশুর মৃত্যু হলে বুধবার সকালে লালপুরের নিজ গ্রামে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়।

শিশুদের বাবা আসিব হোসেন সবুজ বলেন, “একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম হয়েছে। আল্লাহর ইচ্ছায় দুইজন চলে গেছে, বাকিদের জন্য দোয়া চাই।”

একটি মন্তব্য করুন

💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন