জামাইয়ের কোদালের আঘাতে চাচাশ্বশুর নিহত
কিশোরগঞ্জের মিঠামইনে পারিবারিক বিরোধের জেরে চাচাশ্বশুরকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজির স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মুকতু মিয়া (৫৫)। তিনি কলাপাড়া গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে। অভিযুক্ত সোহেল মিয়া একই ইউনিয়নের ভরা গ্রামের বাসিন্দা। বিয়ের পর থেকে তিনি শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে মুকতু মিয়ার প্রবাসী ছেলের বিয়ে হয়। সম্প্রতি ছেলে দেশে ফিরে আসার পর স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় নববধূ বাপের বাড়ি চলে যান। এ নিয়ে মুকতু মিয়া ও তার ভাই মফিজ মিয়ার মধ্যে বিরোধ চলছিল।
শুক্রবার সকালে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মফিজ মিয়ার মেয়ের জামাই সোহেল মিয়া, যিনি পাশেই কোদাল দিয়ে কাজ করছিলেন, হঠাৎ ক্ষিপ্ত হয়ে মুকতু মিয়াকে কোদাল দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন
💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।