{getBlock} $results={3} $label={ফিচার} $type={headermagazine}

দোহায় বৈঠকে যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান

প্রকাশঃ
অ+ অ-
✅ Link copied to clipboard!
দোহায় বৈঠকে যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান

তীব্র সীমান্ত সংঘাতের পর কাতারের দোহায় অনুষ্ঠিত বৈঠকে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই আলোচনায় দুই দেশের পক্ষই সীমান্ত উত্তেজনা প্রশমনে একমত হয়।

রোববার (১৯ অক্টোবর) ভোরে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে,

“শনিবার দোহায় অনুষ্ঠিত বৈঠকে পাকিস্তান ও আফগানিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাশাপাশি, যুদ্ধবিরতি বাস্তবায়ন নিশ্চিত করতে দুই দেশ পরবর্তী বৈঠক করবে।”

বিবৃতিতে আরও বলা হয়, এই বৈঠকটি কাতার ও তুরস্কের যৌথ মধ্যস্থতায় অনুষ্ঠিত হয়।

দোহায় অনুষ্ঠিত আলোচনায় পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, এবং আফগানিস্তানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী মুল্লা ইয়াকুব।

আলোচনায় ইসলামাবাদ জানায়—

“আফগান ভূখণ্ডে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বা বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)-র মতো জঙ্গিগোষ্ঠীর উপস্থিতি অগ্রহণযোগ্য।”

অন্যদিকে তালেবান সরকার জানায়,

“আফগানিস্তানের মাটি অন্য কোনো দেশের অভ্যন্তরীণ সংঘাতে ব্যবহারের সুযোগ দেওয়া হবে না।”

প্রসঙ্গত, সপ্তাহখানেক আগে কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান, যেখানে টিটিপির শীর্ষ নেতা নূর ওয়ালি মেহসুদ নিহত হন বলে দাবি করা হয়।

এর প্রতিক্রিয়ায় আফগান সেনারা সীমান্তে পাল্টা হামলা চালায়, যা পরে পূর্ণাঙ্গ সংঘাতে রূপ নেয়। এ সংঘাতে শতাধিক হতাহতের খবর পাওয়া যায়।

একটি মন্তব্য করুন

💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন