যুক্তরাষ্ট্রে বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬
যুক্তরাষ্ট্রের টেনেসিতে বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। ধ্বংস হয়ে গেছে একটি ভবন।যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে সামরিক বাহিনীর জন্য বিস্ফোরক তৈরির একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (১২ অক্টোবর) দ্য নিউইয়র্ক পোস্ট টাইমস–এর এক প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে, তা কয়েক মাইল দূর থেকেও অনুভূত হয়।
বিস্ফোরণটি ঘটে বাকসনর্ট এলাকায় অবস্থিত অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেমস নামের একটি প্রতিষ্ঠানের কারখানায়। প্রায় ১,৩০০ একর (৫ বর্গকিলোমিটার) জায়গাজুড়ে থাকা এই কারখানার একটি ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা ক্রিস ডেভিস জানান, “শুক্রবার সকাল পৌনে আটটার দিকে বিস্ফোরণটি ঘটে। এতে ঘটনাস্থলেই ১৬ জন নিহত হন। নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হবে।”
পুলিশ আরও জানায়, নিহতদের পরিবারকে ইতোমধ্যে খবর দেওয়া হয়েছে এবং উদ্ধারকাজ শেষ হয়েছে।
অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেমস যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পাশাপাশি মহাকাশ ও বেসরকারি খাতের জন্য বিভিন্ন ধরনের বিস্ফোরক তৈরি করে থাকে।
স্থানীয় হিকম্যান কাউন্টির মেয়র জিম বেটস বলেন, “কারখানাটিতে এর আগে বড় কোনো নিরাপত্তা ত্রুটি পাওয়া যায়নি। তবে ২০১৪ সালে ছোট একটি বিস্ফোরণে একজন নিহত ও তিনজন আহত হয়েছিলেন।”
বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত নয়। স্থানীয় কর্তৃপক্ষ ও ফেডারেল তদন্ত সংস্থা (FBI) যৌথভাবে ঘটনাটি তদন্ত করছে।

একটি মন্তব্য পোস্ট করুন
💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।