{getBlock} $results={3} $label={ফিচার} $type={headermagazine}

চাঁদাবাজদের ছাড়িয়ে নিতে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা

প্রকাশঃ
অ+ অ-
✅ Link copied to clipboard!


নরসিংদীতে দুই চাঁদাবাজকে আটকের পর তাদের ছাড়িয়ে নিতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে পৌর শহরের আরশীনগর মোড়ে এই হামলা চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বীরপুর এলাকায় এক নারীর মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থল পরিদর্শন শেষে ফেরার পথে আরশীনগর মোড়ে যান আনোয়ার হোসেন। সেখানে তিনি দেখেন, কয়েকজন ব্যক্তি সড়কের মাঝখানে চলন্ত যানবাহনের চালকদের কাছ থেকে চাঁদা আদায় করছেন।

এ সময় তিনি অভিযান চালিয়ে দুজনকে হাতেনাতে আটক করেন। কিছুক্ষণের মধ্যেই প্রায় ৩০–৪০ জনের একটি দল ঘটনাস্থলে এসে তাদের ছাড়িয়ে নিতে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে কিল, ঘুষি ও লাথি মারায়, তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে পুলিশ সদস্য ও স্থানীয়রা মিলে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন।

নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডা. ফরিদা গুলশানা কবির জানান, আনোয়ার হোসেনের ঘাড় ও পায়ে আঘাতজনিত রক্ত জমাট বেঁধেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, “আমি চাঁদাবাজদের হাতেনাতে আটক করেছিলাম। তখন ইজারাদারের লোকজন আমার ওপর হামলা চালিয়ে তাদের ছাড়িয়ে নেয়।”

অন্যদিকে, পৌরসভার সিএনজি–অটোরিকশা স্ট্যান্ডের ইজারাদার মো. আলমগীর দাবি করেন,

“আমরা বৈধভাবে পৌরসভার ইজারায় টাকা তুলি। পুলিশ আমাদের কাজে বাধা দেওয়ায় ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে, তবে হামলার অভিযোগ সত্য নয়।”

নরসিংদী পুলিশ সুপার মেনহাজুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে জানা গেছে, ঘটনাটির তদন্তে ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্দেশ দিয়েছেন এবং হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে।

উল্লেখ্য, কয়েক দিন আগে চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন এবং নিজের ফেসবুক পোস্টে সম্ভাব্য হামলার আশঙ্কার কথাও জানিয়েছিলেন তিনি।

একটি মন্তব্য করুন

💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন