{getBlock} $results={3} $label={ফিচার} $type={headermagazine}

রাতের আঁধারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ল বাস, নিহত ১৫

প্রকাশঃ
অ+ অ-
✅ Link copied to clipboard!
রাতের আঁধারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ল বাস, নিহত ১৫

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন যাত্রী, যাদের মধ্যে ১১ জনই নারী।

স্থানীয় সময় শুক্রবার (১৭ অক্টোবর) রাতে পারনামবুকো প্রদেশের একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির ফেডারেল হাইওয়ে পুলিশ।

পুলিশ জানায়, স্থানীয় সময় রাত ৮টার কিছু আগে যাত্রীবাহী বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে ঢুকে পড়ে। এরপর সড়কের পাশে থাকা একটি পাথরে ধাক্কা খেয়ে বালুর বাঁধে আঘাত করে উল্টে যায় বাসটি।

দুর্ঘটনার সময় বাসটিতে ৩০ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে ১৫ জন নিহত হয়েছেন এবং বাকিরা আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশের তথ্যমতে, নিহতদের মধ্যে ১১ জন নারী ও ৪ জন পুরুষ।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় বাসচালক হালকা আহত হলেও বেঁচে গেছেন। পুলিশের ধারণা, অনেক যাত্রী সিটবেল্ট ব্যবহার না করায় হতাহতের সংখ্যা বেড়েছে।

একটি মন্তব্য করুন

💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন