প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চিঠি
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, জবাবদিহি ও নিরাপত্তা খাত সংস্কারসহ একাধিক বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
রোববার (১৯ অক্টোবর) হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)-এর ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করা হয়। এতে স্বাক্ষর করেছে— হিউম্যান রাইটস ওয়াচ, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে), সিভিকাস, ফোরটিফাই রাইটস, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ও টেক গ্লোবাল ইনস্টিটিউট।
চিঠিতে সংস্থাগুলো জুলাই অভ্যুত্থান ও গত ১৫ বছরের নিপীড়নের জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা, নির্বিচার গ্রেপ্তার-আটক বন্ধ করা, নিরাপত্তা খাত সংস্কার, র্যাব বিলুপ্তি, ডিজিএফআইয়ের ক্ষমতা সীমিত করা, সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাইবার আইন সংশোধনসহ ১২টি সুপারিশ তুলে ধরেছে।
তারা আরও আহ্বান জানিয়েছে— রোহিঙ্গাদের জোরপূর্বক প্রত্যাবাসন রোধ, নাগরিক সমাজের ওপর বিধিনিষেধ প্রত্যাহার, জাতীয় মানবাধিকার কমিশন সংস্কার এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্তে পূর্ণ সহযোগিতা নিশ্চিত করতে।
চিঠিতে বলা হয়েছে, “বাংলাদেশে অন্তর্বর্তী সরকার মৌলিক স্বাধীনতা পুনঃস্থাপন এবং জবাবদিহি নিশ্চিতের কিছু পদক্ষেপ নিয়েছে, তবে আরও কার্যকর উদ্যোগ জরুরি।”

একটি মন্তব্য পোস্ট করুন
💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।