{getBlock} $results={3} $label={ফিচার} $type={headermagazine}

ঝড়-ঝঞ্ঝা উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা ‘কনসায়েন্স’, শহিদুল আলমের বার্তা

প্রকাশঃ
অ+ অ-
✅ Link copied to clipboard!


তীব্র ঝড়ো আবহাওয়া ও হামলার আশঙ্কা সত্ত্বেও গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা-এর সবচেয়ে বড় জাহাজ ‘কনসায়েন্স’ যাত্রা অব্যাহত রেখেছে। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) ফ্লোটিলা থেকে অংশ নেওয়া বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম সামাজিক মাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

শহিদুল আলম জানান, গ্রিক কর্তৃপক্ষ ঝড়ের সতর্কতা পাঠালেও জাহাজটি থেমে না থেকে এগিয়ে চলেছে। ঝড় ও বৃষ্টি থেমে গেলেও জাহাজটি এখনো বহরের কিছুটা পেছনে অবস্থান করছে। তিনি বলেন, “সামনের জাহাজগুলোতে আক্রমণ হয়েছে। তবুও আমরা ভয় পাইনি, গাজার পথে এগিয়ে যাচ্ছি। আমরা অবরোধ ভাঙব, ফিলিস্তিন মুক্ত হবে।”

প্রসঙ্গত, অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছানো ও ইসরায়েলের সমুদ্র অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রায় ৪৫টি নৌযান ও ৫০০ যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছে এই ফ্লোটিলা। এতে বিভিন্ন দেশের সংসদ সদস্য, মানবাধিকারকর্মী ও স্বেচ্ছাসেবীরা অংশ নিয়েছেন।

একটি মন্তব্য করুন

💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন