✅ Link copied to clipboard!
ডাব পাড়াকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ
প্রকাশঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডাব পাড়াকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার পাটগাতী ইউনিয়নের শ্রীরামকান্দি ও গওহরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানিয়েছেন, ডাব পাড়াকে কেন্দ্র করে শ্রীরামকান্দি গ্রামের রোহান উস্তা (২০) এবং গওহরডাঙ্গা গ্রামের সুমন খানের (১৮) মধ্যে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে কমপক্ষে ২০ জন আহত হন।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত ৮ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন
💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।