{getBlock} $results={3} $label={ফিচার} $type={headermagazine}

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে রাতভর তুমুল সংঘর্ষ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে রাতভর তুমুল সংঘর্ষে আফগান বাহিনীর একাধিক পোস্ট ধ্বংস হয়েছে বলে জানিয়েছে জিও নিউজ।
প্রকাশঃ
অ+ অ-
✅ Link copied to clipboard!


পাকিস্তান ও আফগানিস্তানের সেনাদের মধ্যে সীমান্তবর্তী এলাকায় রাতভর তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের হতাহতের খবর পাওয়া গেছে।

শনিবার (১১ অক্টোবর) রাতভর চলা এই সংঘর্ষে আফগান বাহিনীর বেশ কয়েকটি পোস্ট ধ্বংস করেছে পাকিস্তানি সেনারা বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম জিও নিউজ।

পাকিস্তানি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আফগান সীমান্তরক্ষীরা আঙ্গুর আড্ডা, বাজাউর ও কুর্রামসহ বিভিন্ন সীমান্ত পয়েন্টে বিনা উসকানিতে গুলিবর্ষণ শুরু করে। এর পরপরই পাকিস্তান সেনাবাহিনী পাল্টা হামলা চালায়।

প্রতিবেদনে আরও বলা হয়, আফগানিস্তানের শাহিদান পোস্টে গোলা আঘাত হানে, যাতে আফগান সেনা এবং নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যরা হতাহত হন। কুর্রাম ও জান্দোসর এলাকার পোস্টগুলোও ধ্বংস করে পাকিস্তানি বাহিনী।

এ সংঘর্ষে পাকিস্তান কামান, ট্যাঙ্ক, ভারী অস্ত্রসহ ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করেছে বলে জানা গেছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি আফগান বাহিনীর হামলার নিন্দা জানিয়ে বলেন,

“বিনা উসকানিতে পাকিস্তানি সীমান্তে গুলি চালানো আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।”

অন্যদিকে, সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব। দেশটি উভয় পক্ষকে সংযম ও সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে।

একটি মন্তব্য করুন

💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন