{getBlock} $results={3} $label={ফিচার} $type={headermagazine}

যুক্তরাষ্ট্রের শেভরন তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশঃ
অ+ অ-
✅ Link copied to clipboard!
যুক্তরাষ্ট্রের শেভরন তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এল সেগুন্দো শহরে শেভরন তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে লস অ্যাঞ্জেলসের নিকটবর্তী এ এলাকায় আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর মুহূর্তেই আকাশে বিশাল শিখা ছড়িয়ে পড়ে এবং দীর্ঘ সময় ধরে বিকট শব্দ শোনা যায়। তীব্র আগুনে রাতের আকাশ কমলা রঙ ধারণ করে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।

এল সেগুন্দো ফায়ার ডিপার্টমেন্টের ডিভিশন চিফ ক্যাসি স্নো জানান, অগ্নিনির্বাপক বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কয়েক ঘণ্টা পরও অন্তত একটি জ্বালানি ট্যাঙ্কে আগুন জ্বলতে থাকে। অগ্নিনির্বাপক কর্মীরা গ্যাসোলিন ও ডিজেল ট্যাঙ্কের আগুন নিভিয়ে না ফেলে ‘কুলিং’ প্রক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখার কাজ শুরু করেন।

শেভরন ও স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং শোধনাগারের সব কর্মী নিরাপদে রয়েছেন। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্থানীয় বাসিন্দাদের ঘরে অবস্থান করতে বলা হয় এবং নিকটবর্তী ম্যানহাটন বিচ এলাকায় সাময়িকভাবে আশ্রয়-গ্রহণের নির্দেশ জারি করা হয়েছিল, যা পরে প্রত্যাহার করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, বাতাসের মান পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয়দের।

উল্লেখ্য, ১৯১১ সালে নির্মিত এল সেগুন্দো শোধনাগারটি প্রতিদিন প্রায় ২ লাখ ৭৬ হাজার ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করে এবং এটি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের অন্যতম বৃহৎ তেল শোধনাগার।

একটি মন্তব্য করুন

💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন