বাংলাদেশকে ট্রানজিট হাব করতে চায় স্টারলিংক
![]() |
| বাংলাদেশকে ট্রানজিট হাব করতে চায় স্টারলিংক |
ইলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক এবার সিঙ্গাপুরের পরিবর্তে বাংলাদেশকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতে আগ্রহ প্রকাশ করেছে। ভুটানসহ প্রতিবেশী দেশে দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে এ পরিকল্পনা নেওয়া হয়েছে।
এই উদ্দেশ্যে গত ১৩ আগস্ট বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর কাছে আনুষ্ঠানিক অনুমোদন চেয়ে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি।
বিটিআরসি সূত্রে জানা গেছে, স্টারলিংক তাদের বৈশ্বিক নেটওয়ার্কে বাংলাদেশের পয়েন্ট অব প্রেজেন্স (PoP) বা ডেটা হাবকে সিঙ্গাপুর ও ওমানের সঙ্গে সংযুক্ত করতে চায়। এজন্য তারা ইন্টারন্যাশনাল প্রাইভেট লিজড সার্কিট (IPLC) এবং আনফিল্টারড আইপি ব্যবহারের অনুমতি চেয়েছে।
চিঠিতে স্টারলিংক জানিয়েছে, নেটওয়ার্কের স্থায়িত্ব ও বিকল্প ব্যবস্থা তৈরি করাই তাদের প্রধান লক্ষ্য। তবে এ সংযোগ বাংলাদেশের অভ্যন্তরীণ ইন্টারনেট ব্যবহারকারীর ডেটার সঙ্গে কোনোভাবে যুক্ত হবে না।
প্রতিষ্ঠানটি আশ্বস্ত করেছে যে, বাংলাদেশের গ্রাহকদের ইন্টারনেট ট্র্যাফিক কেবল স্থানীয় ইন্টারন্যাশনাল গেটওয়ে (IGW) দিয়েই পরিচালিত হবে। দেশের নিরাপত্তা, আইনসম্মত নজরদারি ও কনটেন্ট নিয়ন্ত্রণ নীতিমালা পুরোপুরি মানা হবে বলেও জানিয়েছে তারা।
এছাড়া স্টারলিংক জানিয়েছে, এই সংযোগ বাস্তবায়নের জন্য তারা সরকার অনুমোদিত স্থানীয় প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোম এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (BSCCL) থেকে সেবা নেবে।
প্রতিষ্ঠানটি দ্রুত অনুমোদনের জন্য বিটিআরসিকে অনুরোধ জানিয়েছে। উল্লেখ্য, চলতি বছরের মে মাসে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে স্টারলিংক।

একটি মন্তব্য পোস্ট করুন
💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।