তৃতীয় বিয়ের পর তনির সেই সাক্ষাৎকার ভাইরাল
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি। স্বামীর মৃত্যুর এক বছরেরও কম সময়ের মধ্যে তৃতীয় বিয়ের খবর প্রকাশ পাওয়ার পর থেকে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে—কেউ সমালোচনা করছেন, কেউ আবার সমর্থন জানাচ্ছেন।
এরই মধ্যে তনির একটি পুরোনো সাক্ষাৎকার ফের ভাইরাল হয়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়,
“আমি চাই না ও (সাদাত রহমান) আগে মারা যাক, আমি চাই আমি আগে মারা যাই। আমি আসলে কাজের মধ্যে থাকতে চাই, এমন না যে আমি আরেকটা বিয়ে করব। আমি আমার জীবনটা কারও হাতে তুলে দিতে চাই না।”
সেই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, “আমি জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ হিসেবেই থাকতে চাই।”
তবে সম্প্রতি তনি নতুন করে মো. সিদ্দিক নামে এক ব্যক্তিকে বিয়ে করেছেন। স্বামীর জন্মদিনে তিনি নিজ ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ করে লিখেছেন,
“তোমার জীবনে আমি আল্লাহর রহমত হিসেবে আসতে পেরেছি—এই দোয়াই করি।”
অন্যদিকে সিদ্দিকও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে তোলা ছবি শেয়ার করে স্ত্রীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তনির নতুন বিয়ের পর ভাইরাল হওয়া পুরোনো সাক্ষাৎকারটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা। কেউ তার ব্যক্তিগত সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাচ্ছেন, আবার কেউ সমালোচনাও করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন
💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।