মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে হানারচরে মানববন্ধন
চাঁদপুর সদর উপজেলাধীন ১৩নং হানারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আবদুস সাত্তার রাঢ়ীর ছেলে মামুন রাঢ়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগের প্রতিবাদে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল ৭ মার্চ রোববার বিকেল ৫টায় হরিনা চৌরাস্তা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক শামসুল হক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি তানিয়া বেগম, জাফর হোসেন, সাহিদা বেগম, শরিফ রাঢ়ী প্রমুখ।
এলাকাবাসী জানান, মামুন রাঢ়ীর বিরুদ্ধে যেসব মামলা করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। একটি কুচক্রী মহল তাকে মামলায় জড়িয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আমাদের দাবি, অবিলম্বে মামুনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন
💬 মন্তব্যের নিয়মাবলি:
- ভদ্র ও শালীন ভাষায় মন্তব্য করুন।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক দেওয়া যাবে না।
- অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে।
- প্রতিটি মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হয়।
- মন্তব্যটি অনুমোদনের পর প্রদর্শিত হবে।